Posts

Showing posts from November, 2022

কোন কাজ

  ------------তুই আমার------------ ----------শেষ পর্ব-২৩-------- #nikhoj_bhalobasha এই দিকে আমি আর তূর্য হাটছি তখনই দেখি নবীন সামনে দাড়িয়ে আছে... তাই জিজ্ঞেস করলাম আপনি... একি আপনি এখানে এত রাতে...?? নবীন : রাতে ছটফট করছিলাম মায়াপরীর জন ‍ ্য কিছুতেই ঘুম আসছিল না। কিন্তু সেটা সম্ভব না তাই নির্জন রাস্তায় হাটছিলাম আর তখনই মায়াপরীদের দেখতে পেলাম। কি সুন্দর লাগছে এদের আর আমি কিনা এদের আলাদা করতে চাইছি...?? ছি কিভাবে পারলাম এসব ভাবতে আর মায়াপরী এখন অন ‍ ্যকারো.... তূর্য ওকে কবুলের জোরে আপন করে নিয়েছে। আল্লাহ্ ওদের এক করে দিয়েছে। তূর্যর বুকের বা পাজরের হার থেকে মায়াপরীকে তৈরি করেছে আল্লাহ্। এইখানে কে আমি এদের আলাদা করার...?? আচ্ছা এমন তো কোথাও লিখা নেই যে সব ভালোবাসাকেই পূর্ণতা পাবে..?? কিছু কিছু ভালোবাসায় অপূর্ণতায় ও কিন্তু বড্ড সুখের। আমি না দূর থেকেই আজীবন ভালোবাসে যাব আমার মায়াপরীকে.......!!! কখনোই ভুলতে পারবো না। দূর থেকে ভালোবাসতে তো মানা নেই। ভালো থাকুক ওরা তখনই তূর্য বলে উঠলো.... তূর্য : কিরে কথা বলছিস না কেনন...??? বোবা হয়ে গেলি নাকি..!!! নবীন : না বল শুনতে পারছি... আসলে...